আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ক্রিকেটারদের ফুরফুরে রাখতে যে পদক্ষেপ নিল আইসিসি

ক্রিকেটারদের ফুরফুরে রাখতে যে পদক্ষেপ নিল আইসিসি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২১ , ১১:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বায়ো-বাবলে থেকে ক্রিকেটাররা যাতে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে না পড়েন সেজন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মহামারি করোনার কারণে বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের বায়ো-বাবলেই থাকতে হবে। সেই সময় তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে বিবেচনায় ক্রিকেটারদের সুবিধার জন্য ২৪ ঘণ্টাই থাকবে সাইকোলজিক্যাল সহায়ক মনোবিদ। বায়ো-বাবলের দেখভালের দায়িত্বে থাকা আইসিসির হেড অব ইন্টিগ্রিটি অ্যালেক্স মার্শাল জানান, বেশ কিছু ক্রিকেটার দীর্ঘদিন একাধিক বায়ো-বাবলে রয়েছেন। আমাদের এটা মানতেই হবে যে, একটি নিয়ন্ত্রিত পরিবেশে তারা দীর্ঘদিন থাকার ফলে তাদের মানসিক স্বাস্থ্য বিষয়টি ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বকাপ চলাকালীন যে কোনো ক্রিকেটারের মনোবিদের সাহায্যের দরকার হলে, আইসিসি তার জন্য ২৪ ঘণ্টার সহায়তার ব্যবস্থা করেছে। আগামী ১৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই।