আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ক্রিকেটারদের মনোবল চাঙ্গা রাখতে বিসিবির উদ্যোগ

ক্রিকেটারদের মনোবল চাঙ্গা রাখতে বিসিবির উদ্যোগ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২০ , ৯:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন সময় সারা বিশ্বের নানা ক্রিকেট খেলুড়ে দেশের পদ্ধতিকে অনুসরণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি ফিজিও নিক লি ক্রিকেটারদের জন্য গাইডলাইন দিয়েছেন। ক্রিকেটাররা যেন ঘরে থেকেও নিজেদের ফিটনেস ধরে রাখতে পারেন সে কারণে এই উদ্যোগ নিয়েছে বিসিবি। ইতোমধ্যে বিসিবির পক্ষ থেকে সেই গাইড লাইন সরবরাহ করা হয়েছে ক্রিকেটারদের মধ্যে। এই বিষয়টি নিশ্চিত করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। ক্রিকেটাররা যেন মানসিক ভাবে ভেঙে না পড়েন সেই বিষয়টিও গুরুত্বসহকারে নিয়েছে বিসিবি। এই ধরনের কোন সমস্যা অনুভব হলেই যেন ক্রিকেটাররা বোর্ডের মেডিক্যাল টিমের সাথে যোগাযোগ করে তার জন্যও নির্দেশনা দিয়েছে বিসিবি। ক্রিকেটারদের জন্য একজন মনোবিদও নিয়োগ করা হয়েছে।