আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ক্রিমিয়া পুনরুদ্ধার জরুরি: জেলেনস্কি

ক্রিমিয়া পুনরুদ্ধার জরুরি: জেলেনস্কি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৭, ২০২৩ , ৫:২৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইউক্রেনে বিস্ফোরক বেলুন নিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভাঙতেই রাশিয়া একাজ করছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের দাবি, এই পরিস্থিতিতে ক্রিমিয়া পুনরুদ্ধার করা সবচেয়ে জরুরি। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল। খবর ডয়চে ভেলে। ইউক্রেনের দাবি, বুধবার রাজধানী কিয়েভের আকাশে একটি বেলুন উড়তে দেখা যায়। ইউক্রেনের সেনা সঙ্গে সঙ্গে গুলি করে নামায় বেলুনটি। ইউক্রেনের দাবি, ওই বেলুনটি রাশিয়ার। এর মাধ্যমে চরবৃত্তি চালানো হচ্ছিল বলে তাদের অভিযোগ। রাশিয়া অবশ্য এবিষয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য সম্প্রতি আমেরিকার আকাশেও এমন বেলুন দেখা গেছিল। আমেরিকা দাবি করেছিল, বেলুনটি চীনের।
বৃহস্পতিবার ইউক্রেনের সেনা জানিয়েছে, গোটা ইউক্রেনজুড়ে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারির আগে এই আঘাত বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের দাবি, রাশিয়া একসঙ্গে বেলুন, ব্যালেস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন সব একসঙ্গে ব্যবহার করছে। ইউক্রেনের দাবি, জবাবে তাদের অত্যন্ত হিসাব করে অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। কারণ, তাদের অস্ত্রের ভাণ্ডার ক্রমশ খালি হয়ে যাচ্ছে। ৭০ থেকে ৮০ শতাংশ অস্ত্র প্রায় শেষ। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলির কাছে অস্ত্রের আবেদন জানিয়েছেন জেলেনস্কি। ইতিমধ্যেই তারা গোলাগুলি ছাড়াও ফাইটার জেট চেয়ে পাঠিয়েছে। ইউক্রেনের দাবি, পশ্চিমা দেশগুলি অস্ত্র পাঠালেও তা পাঠাতে সময় নিচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি জার্মানি ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিয়েছে। কিন্তু তা দেওয়ার আগে তারা দীর্ঘ সময় নিয়েছে। এই সময়টাই আর ইউক্রেনের হাতে নেই বলে তাদের দাবি। রাশিয়া ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে প্রতিটি দিনের যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইউক্রেনের কর্মকর্তা।