আজকের দিন তারিখ ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ক্ষমতায় যেতে পারলে তারা দেশ গিলে খাবে

ক্ষমতায় যেতে পারলে তারা দেশ গিলে খাবে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২২ , ৫:৫৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেুতমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুরে বিএনপির সমাবেশ হচ্ছে। কত রঙ্গ দেখাইলারে যাদু। কত রঙ্গ দেখাইলা। রংপুরে রঙ বে রঙের নাটক। তিনদিন আগে রংপুরে এনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সব এনে শুয়াইয়া রাখছে। মঞ্চের সামনে শুইয়ে আছে। মঞ্চের উপরে শুইয়ে আছে। বাড়ির ছাদের ওপর শুইয়ে আছে। গুদাম ঘরে শুইয়া আছে। আর মির্জা ফখরুল শুইয়ে আছে টাকার বস্তার ওপর। টাকারে টাকা। দুবাইয়ের টাকা। এই তো এলো টাকা। ফখরুলমহাখুশি। টাকা পাইলেই বিএনপি খুশি। টাকার বস্তা বিছানার ওপর দিয়ে ফখরুল শুইয়ে আছে।

আজ শনিবার বিকেলে শেরে বাংলা নগরের পুরনো বানিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলণে এসব কথা বলেন কাদের। ঢাকা জেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সম্মেলনের উদ্ধোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম। সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সালমান এফ রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রমুখ।

কাদের বলেন, ফখরুল সাহেব সমাবেশে লাখের কম তো দেখেন না। চট্টগ্রামে লাখের কাছাকাছি। ময়মনসিংহে ৩০ হাজার, খুলনায় ৩০ হাজার। রংপুরে কত ৫০ অথবা ৬০ হাজার। আর ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে- খবর নেন। ফখরুল সাহেব মিটিংয়ে যদি থাকেন। একটু উঠে গিয়ে টেলিভিশনে দেখুন। ঢাকার ছবিও দেখুন, রংপুরের ছবিও দেখুন। আপনাদেরটাও দেখুন। আমাদেরটাও দেখুন। এখানে তো শেখ হাসিনা নাই। দেখাবো, পলোগ্রাউন্ডে চারভাগের দুই ভাগও পুরেনি। ৪ ডিসেম্বর দেখা যাবে পলোগ্রাউন্ডে শেখ হাসিনা যাবেন। ১০ লাখ লোক সেদিন দেখাবো। আপনারা ১০ লাখ মুখে বলবেন, আমরা দেখাবো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আমলে ৪ বিলিয়ন ডলারেও রিজার্ভ ছিল না। শেখ হাসিনা ৪৮ বিলিয়ন ডলারে পৌঁচেছেন। বৈশি^ক সংকটেও ৩৬ বিলিয়ন ডলার। বিএনপি আমলে তারা রিজার্ভ গিলে খেয়েছিল। এদেশের অর্থনীতি গিলে ফেলেছিল। স্বাধীনতার আদর্শ গিলে ফেলেছিল।
তিনি বলেন, বিএনপি থেকে সাবধান। এবার ক্ষমতায় যেতে পারলে তারা দেশ গিলে খাবে। বড়লোকের বাড়িতে লেখা থাকে, কুকুর থেকে সাবধান। আমরা বলি বিএনপি থেকে সাবধান। তারা না কী মরন কামর দেবে। আমরা বলি দেখে যান ঢাকা জেলার সম্মেলনে।
সম্মেলনে ঢাকা জেলার সভাপতি হিসেবে বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা পনিরুজ্জামান তরুনের নাম ঘোষণা করেন তিনি।