আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ খুলনায় জঙ্গি সন্দেহে আটক ১১

খুলনায় জঙ্গি সন্দেহে আটক ১১


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ১৯, ২০২২ , ১০:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক : খুলনার জঙ্গি সন্দেহে ১১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শুক্রবার (১৮ মার্চ) রাত ৯ টা থেকে রাত ১২টা পর্যন্ত খালিশপুর থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-৬। র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খালিশপুর থানার বিআইডিসি সড়কের পাশে আলম শেখের মালিকানাধীন বাড়িতে অভিযান চালান। এ সময় নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মোট ১০ জনকে আটক করা হয়। এছাড়া বাড়ির মালিক আলম শেখকেও আটক করা হয়েছে। অভিযান শেষে তাদেরকে র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। শনিবার (১৯ মার্চ) সকালে র‌্যাব-৬ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশিদ বাংলানিউজকে বলেন, দুপুর ১২টার দিকে এ বিষয়ে প্রেস কনফারেন্সে বিস্তারিত জানানো হবে।