আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ খুলনায় দুই হাসপাতালে আরও ২ নারীর মৃত্যু

খুলনায় দুই হাসপাতালে আরও ২ নারীর মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২১ , ১:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক : শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দুই হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়। খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৫ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় চারজন ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন ১২৮ জন। যার মধ্যে রেড জোনে ৫৬ জন, ইয়ালো জোনে ৪০, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ৪৮ জন। আইসিইউতে চারজন এবং এইচডিইউতে পাঁচজন। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন ৩০ জন। তার মধ্যে ১১ পুরুষ এবং ১৯ নারী। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন এবং এইচডিইউতে দুজন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন।