আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ খুলনায় নদীতে প্রবল স্রোত : ভয়াবহ ভাঙন

খুলনায় নদীতে প্রবল স্রোত : ভয়াবহ ভাঙন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২০, ২০২০ , ৯:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


 খুলনার (পাইকগাছা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার সোলাদানায় আম্পানের কারণে নদীতে প্রবল স্রোতে ওয়াপদায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল ১০টায় শিবসা নদীর প্রচণ্ড ঢেউয়ে উপজেলার বয়ারঝাপার ভাঙ্গাহাড়িয়া খেয়াঘাটসংলগ্ন এলাকায় বিশাল এলাকাজুড়ে ভাঙন দেখা দেয়। জানা যায়, শিবসা নদীর প্রচণ্ড ঢেউয়ে উপজেলার বয়ারঝাপার ভাঙ্গাহাড়িয়া খেয়াঘাটসংলগ্ন এলাকায় ভাঙন শুরু হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ভাঙন রোধে নিজ অর্থায়নে ৫০-৬০ লোক দিয়ে কাজ শুরু করেন। তবে সাময়িকভাবে বাঁধরক্ষা করলেও আম্পানের প্রভাবে কখন কী ঘটে যায়, তা নিয়ে চরম আতঙ্কা বিরাজ করছে সর্বত্রই। এ ব্যাপারে উপসহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন জানান, সংবাদ পেয়ে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় আমরাও বালুর বস্তা ফেলে ভাঙন রোধের ব্যবস্থা করেছি।