আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি খেতে পারছেন না করোনাক্রান্ত রিজভী: দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে

খেতে পারছেন না করোনাক্রান্ত রিজভী: দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২১ , ২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : করোনায় আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। সেই হাসপাতালের করোনা ইউনিটের কেবিনে তিনি বর্তমানে চিকিৎসাধীন। তবে শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বিএনপি’র এই নেতার। শনিবার (২০ মার্চ) সকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, রুহুল কবির রিজভীর জ্বর কমেনি, থেমে থেমে জ্বর আসছে। ফুসফুসে সামান্য ইনফেকশন রয়েছে, কাশিও রয়েছে। এছাড়া তিনি খাবারও খেতে পারছেন না। এর আগে, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর করোনা টেস্ট করানো হলে গত বুধবার (১৭ মার্চ) তার করোনা পজিটিভ আসে। পরে বৃহস্পতিবার (১৮ মার্চ) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, রিজভীর রোগমুক্তি কামনায় তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।