আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ‘খোঁজ মিলছে না’ বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র, সন্ধান চেয়ে পোস্টার

‘খোঁজ মিলছে না’ বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র, সন্ধান চেয়ে পোস্টার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৪, ২০২১ , ২:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছে বিধানসভা নির্বাচন। এতে দেশটির প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন বিজেপির ভরাডুবি হয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের কাছে। আর নির্বাচনে এই ভরাডুবির পর থেকেই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে। সে কারণে তার সন্ধান চেয়ে জামুরিয়া বিধানসভা এলাকায় পোস্টার সাঁটানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, বাবুল সুপ্রিয়র ছবিসহ সেই পোস্টারে লেখা হয়েছে, গুমশুদা কি তালাশ। যার অর্থ- নিরুদ্দেশের খোঁজে। জামুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় বাবুলের খোঁজে এ পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলো লাগানো হয়েছে জামুরিয়া নাগরিকদের ব্যানারে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস এ কাজ করেছে। স্থানীয় একজন বিজেপি নেতার অভিযোগ, এর আগেও সাংসদের বিরুদ্ধে এ ধরনের পোস্টার লাগানো হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর সন্ধানে এমন পোস্টার লাগানো হয়েছিল। যদিও বিজেপির অভিযোগ নাকচ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস,এই সময়