আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৩:৫৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


munshiganjমুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের সামনে বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন সোলাইমান হোসেন (৩০) নামে অপর এক যুবক।

বুধবার (৮ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার গুয়াগাছিয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। তারা দু’জনেই ভাড়ায় গাড়ি চালান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় ভবেরচর বাসস্ট্যান্ডে বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের সামনে চালক সুমন ও সোলাইমান গাড়ি থামিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। সুমন তার গাড়ি থেকে নেমে সোলাইমানের গাড়ি ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক তার হঠাৎ ছিঁড়ে গাড়িটির উপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুমন।

এ অবস্থা দেখে গাড়ির ভেতরে থাকা সোলাইমান বের হতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। লোকজন দু’জনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সোলাইমান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।