আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি গণপরিবহনে গর্ভবতীদের জন্য ‘সিট অ্যালার্ট সিস্টেম’

গণপরিবহনে গর্ভবতীদের জন্য ‘সিট অ্যালার্ট সিস্টেম’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১২:৪৫ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


pregnঅনলাইন ডেস্ক: গণপরিবহন যেমন ট্রেনে গর্ভবতী নারীদের সিট ব্যবহারে অগ্রাধিকার দিতে ‘ওয়্যারলেস সিট অ্যালার্ট সিস্টেম’ চালু করেছে দক্ষিণ কোরিয়া। এর বাস্তবতা খতিয়ে দেখতে দেশটির বুসান শহরের পাঁচশ গর্ভবতী নারীকে নিয়ে পাঁচদিনের জন্য পরীক্ষামূলকভাবে সেবা প্রকল্পটি চালু করেছে ‘দ্যা পিংক লাইট’ নামে একটি প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে সফল হলে সেবাটি পরবর্তীতে আরও বিস্তৃত করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। খবর বিবিসির

খবরে বলা হয়, গর্ভবতী নারীদের গণপরিবহনে যাতায়াত অনেক সময়ই কষ্টকর। তাদের এ কষ্ট লাঘব করতে এ উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। সেবাটি পেতে গর্ভবতী নারীরা একটি ব্লুটুথ ডিভাইস সঙ্গে রাখবেন। ওই ডিভাইস ব্যবহারকারী যাত্রী ট্রেনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের জন্য সিটের লাইট জ্বলে উঠবে এবং অন্যান্য যাত্রীরা এতে সতর্ক হবেন।

এদিকে, নতুন এই সেবাটি চালু হওয়ায় অনেক গর্ভবতী নারীই ব্যাপারটিকে অস্বস্তিকর মনে করছেন কারণ এর মাধ্যমে তাদের প্রতি অনেকেই আলাদা নজর দিচ্ছে।

উল্লেখ, যুক্তরাজ্যে গর্ভবতী নারীদের যাতায়াতের জন্য একটি ফ্রি পিন ব্যাজ দেওয়া হয় যাতে লেখা আছে ‘বেবি অন বোর্ড’।