আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি ‘গণবিরোধী’ বাজেট প্রত্যাখ্যান বিএনপির

‘গণবিরোধী’ বাজেট প্রত্যাখ্যান বিএনপির


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৮:২৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


9কাগজ অনলাইন প্রতিবেদক: জাতীয় সংসদে উত্থাপিত ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী, প্রতিক্রিয়াশীল ও অবৈধ’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সরকারকে ভোটারবিহীন আখ্যা দিয়ে দলটি বলেছে, ‘এই বাজেট গণবিরোধী। আর এই সরকারের তা পেশ করার কোনো অধিকার নেই। কারণ, তাদের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নেই। সুতরাং অবৈধ সরকারের অবৈধ বাজেটকে আমরা প্রত্যাখ্যান করছি।’

বৃহস্পতিবার (০২ জুন) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তবে প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে দল থেকে পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়া হবে বলে জানান রিজভী।

রিজভী বলেন, ‘যে সরকার বাজেট দিচ্ছেন তাদের কোনো বৈধতা নেই। এই সরকার ভোটারবিহীন সরকার। যে পার্লামেন্টে বাজেট উপস্থাপন করা হচ্ছে, সেখানকার জনপ্রতিনিধিরা হচ্ছে ভোটারবিহীন। এমপি ও এই সরকারের জনগণের কোনো ম্যান্ডেট নেই। সুতরাং তাদের বাজেটের মধ্যে জনগণের ইচ্ছার প্রতিফলন হবে না। তাই বাজেট পেশ করাকেই আমরা প্রত্যাখ্যান করছি।’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘শাহজাহান’র একটি চরণের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘এক হাঁটে লও বোঝা, শূণ্য করে দাও অন্য হাঁটে।’ আওয়ামী লীগ সরকার যত বাজেট পেশ এবং এর প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন করেছে, তার ধরন হচ্ছে- ‘এক হাঁটে লও বোঝা, আর ভোরে ফেলো নিজেদের হাঁটে অর্থাৎ নিজেদের গৃহে।’ এই হচ্ছে আওয়ামী লীগ সরকার ও তাদের উন্নয়নের নীতি। আসলে এই সরকারের চরিত্রটাই হচ্ছে লুটেরা টাইপের।’

প্রস্তাবিত বাজেটকে প্রতিক্রিয়াশীল আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এ বাজেট অত্যন্ত প্রতিক্রিয়াশীল বাজেট। গণধিকৃত কোনো গোষ্ঠী কখনোই জনগণের ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ হয়ে বাজেট পেশ করতে পারে না। সে কারণে অর্থমন্ত্রীর পেশকৃত এই বাজেটের মধ্যে ইনভেস্টমেন্টের কোনো দিক-নির্দেশনা নেই। দেশে কোটি কোটি শিক্ষিত বেকার। কিন্তু তাদের জন্য বাজেটে কোনো ফোকাস নেই।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের বাজেট হচ্ছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার। বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় এ বছরের বাজেটের আকার ৪৪ হাজার ৯০৫ কোটি টাকা বেশি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে তৃতীয় বাজেট এটি।