গণমাধ্যমকর্মীরাও করোনার চিকিৎসা পাবেন
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২০ , ২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : ধানমণ্ডির আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিভাগে গণমাধ্যমকর্মীরা বিনা খরচে চিকিৎসা পাবেন। এ কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি। করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য মাত্র ১৯ দিনে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ২০০ বেডের করোনা হাসপাতাল তৈরি করেছে। শনিবার দুপুরে এ হাসপাতাল উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে ড. আনোয়ার হোসেন খান এমপি বলেন, আমাদের কোভিড ইউনিটে গণমাধ্যমকর্মীদের জন্য ১০টি সিট বরাদ্দ রয়েছে। কোনো গণমাধ্যমকর্মী আক্রান্ত হলে আমাদের এখানে বিনা খরচে চিকিৎসা সেবা নিতে পারবেন। বর্তমানে সরকারি হাসপাতালগুলো যেভাবে চিকিৎসা দিচ্ছে, ঠিক সেইভাবে এই হাসপাতালেও চিকিৎসা দেয়ার জন্য ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সম্পূর্ণ পৃথক ভবনে ২০০ শয্যার করোনা ইউনিট করা হয়ছে। যেখানে পিসিআর, আইসিইউসহ করোনা চিকিৎসার যাবতীয় সরঞ্জাম ও অন্যান্য ব্যবস্থা রয়েছে। পাশাপাশি হাসপাতাল ও ডায়াগনস্টিকে সব ধরনের রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা অব্যাহত রয়েছে।