আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গফরগাঁওয়ে দু’প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

গফরগাঁওয়ে দু’প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৩:৫৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


14 - Copyময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।

শনিবার (০৪ জুন) দুপুরে ওই ইউনিয়নের পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- নাজমুল (৩০), ফয়সাল (২২) ও মোজাহিদ (২৯)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থী মোশাররফ হোসেন (মোরগ) ও আব্দুল করিমের (তালা-চাবি) সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ বাঁধে।

এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইমাম (৩০), আশরাফ সিদ্দিকী (৪০), আমজাদ আলী (৩৭), তোফাজ্জল (২৭) ও বাকীসহ (৩০) কমপক্ষে ৩০ জন আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে আরও ৩ জন গুলিবিদ্ধ হন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত মেডিকেল অফিসার আশিক মাহমুদ জানান, গুলিবিদ্ধ ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক এবং গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আলমগীর হোসেনের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।