আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গাংনীতে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূ নিহত

গাংনীতে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূ নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৫:৩৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


meherpurকাগজ অনলাইন প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরী খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা শহরের মাঠপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী উপজেলা শহরের মাঠপাড়ার ইন্তাজুলের ঘর নির্মাণের কাজ করছিলেন মিস্ত্রিরা। ঘটনার সময় ইন্তাজুলের স্ত্রী পরী খাতুন উঠান থেকে রড নিয়ে ঘরের ছাদে কর্মরত মিস্ত্রিদের দিচ্ছিলেন। হঠাৎ তার হাতে থাকা রড পাশের বৈদ্যুতিক তারে লাগলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।