আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় গাইবান্ধায় জেএমবি সদস্য গ্রেফতার

গাইবান্ধায় জেএমবি সদস্য গ্রেফতার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Arrestগাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই গ্রাম থেকে মেহেদী হাসান (২৫) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী ওই গ্রামের সোনাউল্লার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত মেহেদী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্য। তার বিরুদ্ধে এর আগে জেলার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি জঙ্গি তৎপরতার অভিযোগে ২০১০ সালে সদর থানায় দায়ের করা একটি মামলার আসামি।