আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গাজীপুরে প্রথম দিনে লক্ষাধিক নাগরিককে টিকাদান

গাজীপুরে প্রথম দিনে লক্ষাধিক নাগরিককে টিকাদান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২১ , ১:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


পূবাইল ও পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি : সারা দেশে সরকারের ৩২ লাখ করোনা ভ্যাকসিন গণহারে দেওয়ার কর্মসূচির পাশাপাশি প্রথম দিনে শুধু গাজীপুর মহানগরীর ৫৭ ওয়ার্ডের ১৭১টি কেন্দ্রে এক লাখ দুই হাজার ৬০০ নাগরিককে ভ্যাকসিনের প্রথম ডোজের আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।
শনিবার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মহানগরীর ৫৭ ওয়ার্ডের ১৭১টি কেন্দ্রে গণহারে একযোগে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। সকাল ৯টায় নগরীর ৩৮নং ওয়ার্ডের বাদশা মিয়া অগ্রণী উচ্চবিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন মানবিক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।মেয়র জাহাঙ্গীর আলমের নির্দেশনা ও পরিকল্পিত ক্যাম্পেইনের মাধ্যমে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত চলেছে এ টিকাদান কর্মসূচি।পূর্ব রেজিস্ট্রেশন না করে জাতিয় পরিচয়পত্র ও ফটোকপি নিয়ে ভ্যাকসিন দেওয়ার নির্ধারিত কেন্দ্রে গেলেই এ সুযোগ নিয়েছেন নাগরিকরা। পূবাইল মেট্রোপলিটন থানার চার কেন্দ্র ঘুরে ৪১নং ওয়ার্ডের পূবাইল বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, উৎসাহ-উদ্দীপনা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে চলছে টিকাদান কর্মসূচি। টিকা নিতে আসা সেলিম মিয়া, লায়লা, আসমা বেগম ও শাহীন মোল্লার কাছে টিকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তারা জানান, আমাদের মানবিক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের নেওয়া টিকাদান কর্মসূচির আওতায় টিকা নিতে পেরে খুবই আনন্দিত ও খুশি। ঝামেলাবিহীন শুধু আইডি কার্ড সঙ্গে আনায় খুবই সহজ হয়েছে। স্থানীয় ৪১নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া বলেন, আমার ওয়ার্ডের সবাইকে টিকা কর্মসূচির আওতায় আনা হবে। মেয়রের নির্দেশনা যথাযথভাবে পালন করা হবে। সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর মহানগরী একটি বৃহৎ শিল্পাঞ্চল। তাই বড় জনগোষ্ঠীসংবলিত এলাকাকে দ্রুত করোনা ভ্যাকসিন দান কর্মসূচির আওতায় এনে সব নাগরিককে কোভিড-১৯ টিকা দেওয়া হবে। প্রথম ধাপে আজ ও কাল সোমবার পর্যন্ত চলবে গণটিকা।