গাজীপুরে বাসচাপায় নিহত ৪
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২২ , ১১:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় বাসচাপায় চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-ট্রাফিক) আহসানুল হক সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় ময়মনসিংহগামী বসুমতি পরিবহনের বাসের চাপায় ভ্যানের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।