আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ‘গান লবির’ বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান বাইডেনের

‘গান লবির’ বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান বাইডেনের


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ২৫, ২০২২ , ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক : বন্দুকধারীর নির্বিচার গুলিতে মানুষ হত্যার ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় মাথাব্যথা। স্থানীয় সময় মঙ্গলবারও(২৪ মে) টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। এই হামলার পর যুক্তরাষ্ট্রের গান লবির (সাধারণ জনগণের কাছে বন্দুক রাখার পক্ষের লোকদের) বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ঈশ্বরের নামে বলছি আমরা গান লবিদের বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছি। এই দেশের প্রতিটি নির্বাচিত কর্মকর্তাকে আমাদের এটা পরিষ্কার করে দিতে হবে যে এখনই এর বিরুদ্ধে কাজ করার সময়। ভাষণে নিজের সন্তান হারানোর কথাও উল্লেখ করেন বাইডেন। প্রসঙ্গত, ১৯৭২ সালে একটি গাড়ি দুর্ঘটনায় বাইডেনের প্রথম স্ত্রী এবং মেয়ে নিহত হন। ২০১৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্টের এক ছেলেও মারা যান।