আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন গানের শুটিংয়ে ফেরদৌস-নিপুণ

গানের শুটিংয়ে ফেরদৌস-নিপুণ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২২ , ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী নিপুণ দীর্ঘদিন পর গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝণ্টুর ‘সুজন মাঝি’ সিনেমায় অভিনয় করছেন। ফেরদৌস নিপুণ এর আগে বেশকিছু সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন। সেসব ছবিতে দর্শকরা তাদের পর্দা রসায়নকে স্বাগত জানিয়েছিলেন। খ্যাতিমান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু অনেক জনপ্রিয় বাণিজ্যিক ও সামাজিক লোকগাথা সিনেমা উপহার দিয়েছেন। ‘সুজন মাঝি’ সিনেমায় ঝন্টু মাঝিদের দৈনিন্দিন জীবনে সুখ-দুঃখ নিয়ে গল্প রূপালি পর্দায় তুলে ধরবেন। ডিজিটাল যুগে যন্ত্রযান তৈরি হয়েছে, যেটা নদীপথে দৃশ্যমান। বৈঠা-লগি দিয়ে নৌকার মাধ্যমে নদী পারাপার ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে। আধুনিক যন্ত্র তৈরি হয়েছে সেটা নদীপথে দৃশ্যমান। বৈঠা আলো গিনি নদী পারাপার ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে। প্রাকৃতিক দুর্যোগ ঝড়-তুফান সবকিছু উপেক্ষা করে মাঝি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় নিজের জীবনকে বাজি রেখে। পরিচালক এখানে মাঝি চরিত্রে ফেরদৌসকে উপস্থাপন করতে সব রকম সহযোগিতার ব্যবস্থা রেখেছেন। ফেরদৌস-নিপুণও মনপ্রাণ ঢেলে অভিনয় করছেন এ সিনেমায়। সম্প্রতি এই সিনেমার গানের দৃশ্যের চিত্রায়ণে অংশ নিয়েছেন ফেরদৌস-নিপুণ। বহুল জনপ্রিয় ‘তুমি আমার মনের মাঝি’ গানটি এখানে নতুন করে সংযোজন করা হয়েছে।