আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন গারদখানায় রাখা হয়েছে পরী মনিকে

গারদখানায় রাখা হয়েছে পরী মনিকে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২১ , ১২:৫২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  সিএমএম কোর্টের গাদরখানায় রাখা হয়েছে আলোচিত চিত্রনায়িকা পরী মনিকে। মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১২টা ১০ মিনিটে সিআইডি কার্যালয় থেকে একটি মাইক্রোবাসে আদালতে আনা হয় তাকে। পরে সরাসরি তাকে গারদখানায় নিয়ে যাওয়া হয়।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, এখান থেকে শুনানীর জন্য পরী মনিকে আদালতের ৬ তলায় ১৫ নম্বর কোর্টে নেওয়া হবে। দুপুর ৩টায় তার শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এর আগে ৪ আগস্ট প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরী মনি ও তার সহযোগীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।

আটকের পর তাদের নেওয়া হয় র‌্যাব সদরদপ্তরে। বুধবার রাতে সেখানেই থাকতে হয় পরী মনিকে। বৃহস্পতিবার র‌্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরী মনির বিরুদ্ধে মামলা করে। মামলা দায়েরের পর সেদিনই তাকে আদালতে নেওয়া হয়।