আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড গায়ক কোহলিকে নিয়ে উচ্ছ্বসিত এ আর রহমান

গায়ক কোহলিকে নিয়ে উচ্ছ্বসিত এ আর রহমান


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ২:৫৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


33অনলাইন স্পোর্টস ডেস্ক: তার শৈল্পিক ব্যাটিং‌য়ে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু বাইশ গজের বাইরে যে আরও চমক লুকিয়ে রয়েছে তা প্রমাণ করে দিলেন বিরাট কোহলি। প্রিমিয়ার ফুটসল লিগের থিম সং-য়ে গান গাইবেন ভারতীয় টেস্ট দলের এই অধিনায়ক।

সোমবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে তা ঘোষণা করা হয়েছে। এই থিম সং-য়ে সুর দেবেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। সাংবাদিক সম্মেলনে গায়ক কোহলির ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

রহমান বলেছেন, ‘প্রথমত খেলাধুলোর সঙ্গে এভাবে নিজেকে যুক্ত করতে পেরে ভাল লাগছে। কিন্তু তার চেয়েও বেশি ভাল লাগছে এটা ভেবে যে, এই সুযোগে বিরাটের সঙ্গে কাজ করার সুযোগ পাব। আশা করছি ক্রিকেটে সুন্দর ব্যাটিংয়ের মতো ওর গানের গলাও খুব সুন্দর হবে।’

প্রিয় সুরকারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কোহলিও। তিনি বলেছেন, ‘আমি বহুদিন ধরে রহমানের সুরের ভক্ত। ব্যক্তিগত ভাবে তার সঙ্গে কাজ করাটাও আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা হবে।’