আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য গেলো মাসে রেমিট্যান্স কমেছে

গেলো মাসে রেমিট্যান্স কমেছে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২২ , ৪:০৮ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  চলতি অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই-আগস্ট) দুই বিলিয়ন করে রেমিট্যান্স এলেও সদ্য সমাপ্ত মাসে তা কমে দেড় বিলিয়ন ডলারে নেমে এসেছে। গত সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৫৩ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে, পাঠানো রেমিট্যান্স বাংলাদেশি মুদ্রায় (১ ডলার ১০৭ দশমিক ৫০ টাকা ধরে) এর পরিমাণ ১৬ হাজার ৫৪৯ কোটি ৬২ লাখ টাকা।

সেপ্টেম্বরে রেমিট্যান্সের পাশাপাশি কমেছে রফতানি আয়ও। সেপ্টেম্বরে বিভিন্ন দেশে ৩৯০ কোটি ৫০ লাখ ডলার (৩ দশমিক ৯০ বিলিয়ন ডলার) পণ্য রপ্তানি করেছেন উদ্যোক্তারা। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সেপ্টেম্বররে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স ২৪ কোটি ৬২ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার এসেছে। এছাড়াও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬১ লাখ মার্কিন ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৪১ মার্কিন ডলার।

এবার বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এই ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা ৩৩ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছেন। এরপর সিটি ব্যাংকে এসেছে ১১ কোটি ২৮ লাখ ডলার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ১০ কোটি ৭২ লাখ ডলার, অগ্রণী ব্যাংকে ৯ কোটি ৫৬ লাখ ডলার এবং ডাচ-বাংলা ব্যাংকে এসেছে ৭ কোটি ৯২ লাখ ডলার প্রবাসী আয়।

অন্যদিকে, বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।