গোপালগঞ্জে প্রথম করোনা আক্রান্ত দম্পতি সুস্থ হয়ে ঘরে ফিরেছেন
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৯:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে প্রথম করোনা আক্রান্ত দম্পতি সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। বৃহস্পতিবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকালে তারা সুস্থ হয়ে টুঙ্গিপাড়া হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরেন। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দিন বলেন, করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৪ দিন চিকিৎসা চলাকালীন তাদের নমুনা দুবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে করোনা নেগেটিভ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়। তিনি আরও বলেন, বাড়িতে গিয়ে এ দম্পতি আরও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন এবং আবারও তাদের নমুনা আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হবে। উল্লেখ্য, গত ৯ এপ্রিল ওই দম্পত্তির দেহে করোনা শনাক্ত হলে তাদের টুঙ্গিপাড়া হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়।