আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গৌরনদীতে ১৪ দোকানে গণডাকাতি

গৌরনদীতে ১৪ দোকানে গণডাকাতি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২১ , ১১:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদীতে ১৪টি দোকানসহ গণ ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) ভোররাত তিনটা থেকে ৪টা পর্যন্ত উপজেলার টরকী বন্দরে এ গণডাকাতির ঘটনা ঘটেছে। হাফপ্যান্ট, গেঞ্জি ও মাস্ক পড়া সংঘবদ্ধ ডাকাতরা ওই দোকানগুলো ও পথচারীদের কাছ থেকে নগদ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত কবলিত দোকানদাররা ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাফপ্যান্ট, গেঞ্জি ও মাস্ক পড়া সংঘবদ্ধ ৩০/৩৫ জন ডাকাত রবিবার (১৫ আগস্ট) ভোররাত ৩টার দিকে ঐতিহ্যবাহী টরকী বন্দরের রায়পট্টির পাহারাদার আকবর (৬৫), করমালী (৭৫)কে জিম্মি করে বেঁধে রাখে। এ সময় মুখোশধারী ২/৩ ডাকাত গোবিন্দ সাহা ষ্টোরের শাটার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দোকান মালিকের পুত্র মানিক সাহা (২৪) কে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ টাকা লুট করে নিয়ে যায়। এরপর ডাকাতরা কয়েকটি দলে বিভক্ত হয়ে একযোগে ১৪টি দোকানের তালা ও দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ ক্যাশ বাক্স ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়। গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, পালরদী নদী পথে একটি ট্রলার যোগে ৩০/৩৫ জনের একদল ডাকাত রবিবার ভোররাত তিনটার দিকে টরকী বন্দরে আসে। এরপর ডাকাতরা ২ নৈশ প্রহরীকে বেঁধে ১৪টি দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও সিগারেটসহ ২০/২৫ লক্ষাধিক টাকা মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।