আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় গ্রামের বাড়ি উল্লাপাড়ায় শায়িত হবেন কামাল লোহানী

গ্রামের বাড়ি উল্লাপাড়ায় শায়িত হবেন কামাল লোহানী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২০, ২০২০ , ৭:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে ঢাকায় শ্রদ্ধা জানানো শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হবে। সেখানে আজ বিকালেই তাকে দাফন করা হবে। কামাল লোহানীর ছেলে সাগর লোহানী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, শনিবার দুপুর ২টার দিকে আমার বাবার মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য উদীচী কার্যালয়ে নেয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেয়া হবে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সনাতলা গ্রামে। সেখানেই স্বাস্থ্যবিধি মেনে আজ বিকালে দাফন করা হবে তাকে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামাল লোহানী। তার বয়স হয়েছিল ৮৬ বছর। নানা রোগের সঙ্গে তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন। কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।