আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস গ্রাহকদের টাকা নিয়ে উধাও ই-অরেঞ্জ, যা বললেন মাশরাফি

গ্রাহকদের টাকা নিয়ে উধাও ই-অরেঞ্জ, যা বললেন মাশরাফি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২১ , ২:১৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :    বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাথে ই-অরেঞ্জের চুক্তি শেষ হয়েছে পহেলা জুলাই। টাইগারদের সাবেক এই কাপ্তানের সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই ই-অরেঞ্জের। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ই-অরেঞ্জ এই বিষয়টি জানিয়েছে। তবে অনেকে দাবি করছেন, মাশরাফির কথা শুনে প্রতিষ্ঠানটি থেকে পণ্য কেনার জন্য টাকা দিয়েছেন তারা। এদিকে মাশরাফি বিন মর্তুজাও জানিয়েছেন, তার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তিনি বলেন, ‘দোষারোপ করার আগে জানতে হবে আমি শেয়ার হোল্ডার কি না। আপনি যখন মালিকানায় না থাকবেন, তখন কী বা করতে পারবেন।’

মঙ্গলবার মাশরাফি বলেন, ‘আমি চেষ্টা করেছি ওনাদের সহযোগিতা করার, তবে তাদের সাথে আমার চুক্তি এক দেড় মাস আগে শেষ হয়ে গেছে। আমার কাছে যখন অফার আসে তখন তাদের ট্রেড লাইসেন্স আছে কি না সেটা দেখি। তারা যদি অনুমোদিত না হয় সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে। কিন্তু অনুমোদিত হলে তো প্রশ্ন ওঠে না। আগে ২০-৩০ টা কোম্পানির সাথে কাজ করেছি, কিন্তু সমস্যা হয়নি। এখন কোনো এক কোম্পানির জন্য বিজ্ঞাপন করলাম, কিন্তু তাদের পানির ভেতর যদি পোকা পান, তাহলে এটার সমাধান কী?’