আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল ঘাম জমে ঝরছে চুল?

ঘাম জমে ঝরছে চুল?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২০ , ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে ডেস্ক :   কখনও ভ্যাপসা গরম তো কখনও স্যাঁতসেঁতে আবহাওয়া। এই সময় চুলের গোড়ায় ঘাম জমে চটচটে হয়ে যায় চুল। এতে যেমন বাড়ে চুল পড়ে যাওয়ার সমস্যা, তেমনি চুল হারিয়ে ফেলে ঝলমলে ভাব। ঘরোয়া প্যাকে কীভাবে চুল ফুরফুরে রাখবেন জেনে নিন।

  • ঘামের চটচটে ভাব থেকে চুল বাঁচাতে পারে টক দই। আধা কাপ টক দই, ২ টেবিল চামচ আমন্ড অয়েল এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগান। ২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। চুল হবে নরম ও খুশকিমুক্ত।
  • ২টি ডিমের কুসুম, ১টি ডিমের সাদা অংশ, ১টি লেবুর রস এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি চুলে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • ১/৪ কাপ মধু হালকা গরম করে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণ একটু ঠাণ্ডা হলে আঙুলের সাহায্যে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথায় জড়িয়ে রাখুন। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। অলিভ অয়েলের পরিবর্তে নারকেল তেলও ব্যবহার করতে পারেন।
  • ঘেমে নির্জীব হওয়া চুলে প্রাণ ফিরিয়ে আনতে ১ কাপ নারকেল তেল, আধা কাপ লেবুর রস, ৩ টেবিল চামচ শুকনো জবাফুলের গুঁড়ো এবং পরিমান মতো পানি মিশিয়ে নিন। মিশ্রণটি ২৫-৩০ মিনিট লাগিয়ে রাখুন চুলে। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।