আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে ‍নামছে ব্রাজিল

ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে ‍নামছে ব্রাজিল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৩:০৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Previewঅনলাইন স্পোর্টস ডেস্ক: ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে শতবর্ষী কোপা আমেরিকা মিশনের শুরুতেই সমর্থকদের হতাশ করে ব্রাজিল। নেইমারবিহীন সেলেকাওদের সামনে এবার হাইতি। কোয়ার্টার ফাইনালের দৌড়ে টিকে থাকতে জয় ছাড়া ভিন্ন কিছুই ভাবছে না কার্লোস দুঙ্গার শিষ্যরা।

বৃহস্পতিবার (৯ জুন) ফ্লোরিডার অরলান্ডোতে ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। একই দিন ‘বি’ গ্রুপের অপর ম্যাচে (সকাল ৮টা) ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে পেরু।

ইনজুরির কারণে ইকুয়েডরের পর এ ম্যাচেও অভিজ্ঞ সেন্টার ব্যাক মিরান্ডাকে পাচ্ছে না ব্রাজির। তার অনুপস্থিতিতে সেন্ট্রাল রক্ষণভাগ সামলাবেন মারকুইনহস।

ইকুয়েডরের বিপক্ষে লিড নেওয়ার বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। হাইতি ম্যাচে একই ভুল করা যাবে না বলে সতীর্থদের সতর্কই করে দিয়েছেন মারকুইনহস, ‘ইকুয়েডরের বিপক্ষে আমরা বল দখলে এগিয়ে ছিলাম। কয়েকটি গোলের সুযোগ পেলেও তা হাতছাড়া হয়েছে। হাইতির বিপক্ষে একই ভুল করা যাবে না। নিজেদের সেরাটা দিয়েই পূর্ণ পয়েন্ট অর্জন করতে হবে।’

পয়েন্ট টেবিলে এক ম্যাচ শেষে পূর্ণ তিন পয়েন্টে শীর্ষে পেরু। সমান এক পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল ও তিনে ইকুয়েডর। এই গ্রুপের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারায় পেরু।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে দু’টি জয়ের বিপরীতে তিন ম্যাচে ড্র করে ব্রাজিল। অন্যদিকে, জয়ের দেখাই পায়নি হাইতি। চার ম্যাচেই হার।

কিছু তথ্য:
# ফুটবলের সবচেয়ে প্রচীনতম আন্তর্জাতিক টুর্নামেন্ট কোপা আমেরিকায় প্রথমবারের মতো হাইতির মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। কারণ, এ প্রথম কোপায় অংশ নিয়েছে হাইতি।

# এ আসরটিতে ১৩টি ভিন্ন দলের বিপক্ষে খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাইতি ১৪তম প্রতিপক্ষ। এর মধ্যে প্রতিটি দলের বিপক্ষে প্রথম সাক্ষাতে ৯ বার জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা। সমান দুই ম্যাচে ড্র (আর্জেন্টিনা ও চিলি) ও দুই ম্যাচে হারের মুখ দেখে (হন্ডুরাস ও উরুগুয়ে) লাতিন আমেরিকান পরাশক্তিরা।

# কোপায় নিজেদের ১৪টি ম্যাচের মধ্যে ছয়টিতেই ড্র করে ব্রাজিল। জয় সাত ম্যাচে আর এক ম্যাচে হারের স্বাদ নিতে হয়।