আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চট্টগ্রামে বিএনপি নেতা এস্কান্দারের করোনায় মৃত্যু

চট্টগ্রামে বিএনপি নেতা এস্কান্দারের করোনায় মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২০ , ৬:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে হেরে গেলেন বিএনপি নেতা এস্কান্দর উল্লাহ (৫০)।বুধবার বেলা ১১টায় তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। একই ওয়ার্ডে যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেন। বুধবার বিকালে তাকে সরাইপাড়া ভেলোয়ারা দিঘিপাড়ে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়। চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি মোহাম্মদ শাহেদ দিনের শেষে প্রতিনিধিকে বলেন, দুই সন্তানের জনক বিএনপি নেতা এস্কান্দর ৫দিন আগে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি নিয়ে প্রথমে বিআইটিআইডিতে যান। সেখানে তাকে ভর্তি না করে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জেনারেল হাসপাতালেও তাকে ভর্তি না করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পজিটিভ এলে তাকে জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। ভর্তির ৫ দিনের মাথায় তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম মোস্তফা জামাল বলেন, করোনা পজিটিভ হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর এ রোগীর অবস্থার অবনতি হতে থাকে। তাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় এস্কান্দরের মৃত্যু হয়। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এ নিয়ে ৯ জনের মৃত্যু হল।