চরভদ্রাসনে নির্বাচনে বিজয়ী হয়েও এক বছর পর দায়িত্ব নিলেন চেয়ারম্যান
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৫, ২০২১ , ১২:০১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা : মিনিট ফরিদপুরের চরভদ্রাসনে ভোটে নির্বাচিত হওয়ার এক বছর পর চরভদ্রাসন উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে নৌকার প্রার্থী মো. কাউছার। সোমবার (৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে তিনি তার কার্যালয়ে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এসময় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকালে মো. কাউছার বলেন “নদী ভাঙন কবলিত আমাদের এই ছোট চরভদ্রাসন উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব এটাই এখন আমার কাছে বড় চ্যালেঞ্জ”। জানা যায়, ২০১৯ সনের ২৩ অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মুসার অকাল মৃত্যু হয়। ২০২০ সালের ১০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হলে এতে বেসরকারিভাবে বিজয়ী হন নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউছার।
উল্লেখ্য, নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গেল বছর ৬ ডিসেম্বর উক্ত নির্বাচন বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। গত ৮ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কাউছারের নাম গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। ওই নির্দেশের পর গত ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেটে মো. কাউসারকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর মো. কাউসারের নামে চেয়ারম্যান হিসেবে গেজেট পাশ হয়। গত ৩ অক্টোবর রবিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোমবার তিনি চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।