আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি চসিক নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: কাদের

চসিক নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: কাদের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৯, ২০২১ , ১:৪৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :   নামেমাত্র নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি সন্ত্রাসী হামলা চালিয়েছে। অধিকাংশ কেন্দ্রে তারা এজেন্ট দিতে পারেনি’ অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। শুক্রবার রাজধানীর ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, মহিলাবিষয়ক উপকমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ অভিযোগ করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নেতারা শিষ্টাচারবিরোধী বক্তব্য দিচ্ছেন। কোনো রাজনৈতিক দলের মুখে এ ধরনের কথা মানায় না।
তিনি বলেন, দলের নাম ব্যবহার করে অনেকে অপকর্ম করার চেষ্টা করে। যে কোনো অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনা অত্যন্ত কঠোর। দল করলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। ফ্রি স্টাইলে চলার সুযোগ নেই।  তিনি বলেন, শেখ হাসিনাকে হটানোর জন্য দেশে বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে।

ওবায়দুল কাদের আরো বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার, নারীদের সংঘবদ্ধ করে এগিয়ে নেওয়া সরকারের অঙ্গীকার। নারীর অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না। কঠোর হস্তে দমন করা হবে।