আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ২:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


chandpuচাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মনি নামে ১৪ মাসের একটি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মনি ওই গ্রামের গাজী বাড়ির সৌরভ গাজীর মেয়ে।

শিশুটির নানা নুরুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে পরিবারের লোকজনের অজান্তে ঘরের পাশের পুকুরে পড়ে যায় মনি। বেশ কিছুক্ষণ তাকে না পেয়ে খুঁজতে শুরু করে বাড়ির লোকজন। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুরে ভাসতে দেখেন তারা।

পরে তারা পুকুর থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।