আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চাঁদপুরে ৪৪ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে ৪৪ জনের করোনা শনাক্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২১ , ১:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২২ জন, মতলব দক্ষিণের ৭ জন, ফরিদগঞ্জের ৬ জন, মতলব উত্তরের ৫ জন, শাহরাস্তির ২ জন, হাইমচরের ১ জন ও কচুয়ার ১ জন রয়েছে। একই দিনে আরো ১০ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬ জন, হাজীগঞ্জের ২ জন, শাহরাস্তির ১ জন ও কচুয়ার ১জন। নতুন আক্রান্তসহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩২৯ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৯৩ জন। সুস্থ হয়েছেন ২৮৫৫ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৮১জন। এর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২৮জন।
বাকিরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার দিনভর সারা জেলার ১৮১ জনের নমুনা সংগ্রহ করে চাঁদপুরের পিসিআর ল্যাবে। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪৪ জন করোনায় আক্রান্ত, বাকি ১৩৭ জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
প্রসঙ্গত. চাঁদপর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩৩২৯ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : সদরে ১৫১৫ জন, ফরিদগঞ্জে ৩৫৫ জন, মতলব দক্ষিণে ৩৩৩ জন, হাজীগঞ্জে ২৮৯ জন, শাহরাস্তিতে ২৮৭ জন, মতলব উত্তরে ২৪৬ জন, হাইমচরে ১৮৮ জন ও কচুয়ায় ১১৬ জন।