আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস চামিরার পরিবর্তে চামিন্দা

চামিরার পরিবর্তে চামিন্দা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৩:২২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


Bandaraঅনলাইন স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে যাওয়া দাশমান্থা চামিরার পরিবর্তে দলে ডাক পেয়েছেন এখন পর্যন্ত জাতীয় দলে না খেলা চামিন্দা বান্দারা। কাঁধের ইনজুরির কারণে ইংল্যান্ড সফরের বাকি ম্যাচগুলো থেকে বাদ পড়েন পেসার চামিরা।

তিন ম্যাচ টেস্টের প্রথম দু’টিতে হারা লঙ্কানরা শেষ ম্যাচ খেলবে ঐতিহাসিক লর্ডসে। তবে এ ম্যাচের আগে ইনজুরিতে জর্জরিত অ্যাঞ্জেলো ম্যাথিউস বাহিনী। এর আগে দলের সেরা বোলার ধামিকা প্রশাদ ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যান।

আগামী ৯ জুন থেকে লর্ডস টেস্ট শুরুর আগে ব্যাটসম্যান কুশল পেরেরার সঙ্গে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বান্দারা। পেরেরা আসছেন প্রশাদের পরিবর্তে।

এদিকে দলের আরেক বোলার শামিন্দা এরাঙ্গার বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলের দিকে তাকিয়ে আছে শ্রীলঙ্কা। চেস্টার-লি-স্ট্রিটে দ্বিতীয় টেস্ট চলাকালীন আম্পায়ারদের সন্দেহে পড়েন এ বোলার।