আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব চীন-ভারত সংঘাত নিয়ে জাতিসংঘের উদ্বেগ

চীন-ভারত সংঘাত নিয়ে জাতিসংঘের উদ্বেগ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২০ , ৪:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  চীন-ভারত সীমান্তে সোমবার রাতে দু পক্ষের সেনা সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া তিনি দু পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনেরও আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেয়ার সময় তার মুখপাত্র এরিক কানেকো জাতিসংঘ মহাসচিবের এ উদ্বেগের কথা জানান।

ভারত-চীন সীমান্তের লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।

ভারতের সরকারি সরকারি একটি সূতের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদসংস্থা এএনআই। লাদাখে দুই দেশের সৈন্যদের মাঝে শারীরিক সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে।

অপর এক প্রতিবেদনে লাদাখের সংঘর্ষে চীনের অন্তত ৪৩ সৈন্য হতাহত হয়েছে বলে দাবি করেছে এএনআই।

গুতেরেসের মুখপাত্র কানেকো বলেন, আমরা ভারত ও চীনের মাঝামাঝি সীমান্ত লাইনে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং দুই পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে তিনি সীমান্ত উত্তেজনা মেটাতে নয়াদিল্ল ও বেইজিং যে উদ্যোগ নিয়েছে তারও প্রশংসা করেছেন।