আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড চীনা ব্যবসায়ীর কাছে ইতালির শহর বিক্রি করতে চান মেয়র

চীনা ব্যবসায়ীর কাছে ইতালির শহর বিক্রি করতে চান মেয়র


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১০:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Mayor146অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: অর্থাভাবে নিজের শহর বিক্রি করে দিতে চাইছেন ইতালির এক মেয়র। চীনা ক্রেতাকে আকৃষ্ট করতে তিনি সম্প্রতি ফেসবুকে বিক্রির নোটিস পোস্ট করেছেন।

ইতালির দক্ষিণের শহর সান সসিও বারোনিয়ার মেয়র হিসেবে সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন ফ্রাঁসো গারাফলো। শহরের রক্ষাণাবেক্ষণ ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের কাছে কোনো অর্থ সঞ্চিত নেই বলে জানিয়েছেন।

ফেসবুকে পেজে পোস্ট করা ওই নোটিসে মেয়র বলেন, শহরের মালিকানা নিতে একজন ধনী চীনা ব্যবসায়ীকে চাচ্ছি।’

ইন্টার ও মিলানের মতো ফুটবল ক্লাবগুলো বছরে যে পরিমাণ অর্থ ব্যয় করে, শহরটির দাম তারচেয়ে কিছুটা কম হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মেয়র।

শহরটি কিনলে বিনিয়োগকারী লাভবান হবেন উল্লেখ করে মেয়র বলেন, এখানকার পরিবেশ অনেক ভালো এবং পর্যটন সম্ভাবনাময়। শহরের নতুন মালিক চাইলে সানন্দে তার চাকরি করতেও রাজী আছেন বলেও জানান গারাফলো।

মেয়র অবশ্য জানিয়েছেন, তিনি শহরের জমি বিক্রি করবেন না। মূলতঃ আর্থিক সংকটে তার শহরের দৈন্যদশাটি ফুটিয়ে তুলে ধরতেই তিনি এ বিজ্ঞাপন প্রকাশ করেছেন।

ইতালীয় দৈনিক এল ফাত্তো কুইতিদিয়ানোকে মেয়র বলেন, ‘ আমি আমার জমি বিক্রি করবো না। আমি কেবল আমার লোকজনদের সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিতে দৃষ্টি আকর্ষণের জন্য এ কাজ করেছি। অর্থাভাবে এখন রাস্তার একটি গর্ত ভরাট কিংবা ঘাস কাটাও মুশকিল হয়ে গেছে।’