আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব চীনে নতুন আক্রান্ত ২৫

চীনে নতুন আক্রান্ত ২৫


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২০ , ৭:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : চীনে রোববার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ জন। আক্রান্তদের ৯ জনই রাজধানী বেইজিংয়ের। সোমবার ন্যাশনাল হেলথ কমিশনকে উদ্ধত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, বাকি ৭ জনকে করোনার উপসর্গ নিয়ে আক্রান্ত বলে শ্রেণিবিভাগ করা হয়েছে। এর আগের দিন আক্রান্ত হয়েছেন ২৬ জন। এর মধ্যে রাজধানী বেইজিংয়ে রয়েছেন ২২ জন। স্থানীয় কর্তৃপক্ষ এর ফলে রাজধানীতে জনগণের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে। এ ছাড়া নতুন করে যাতে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সে জন্য আরো বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।