আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০

চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২৩ , ১১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ের কাছের একটি শহরে বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উত্তর চীনে সাম্প্রতিক প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা ৩০ এ পৌঁছেছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিং থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে বাওডিং এলাকায় ১০ জনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার চীনের মূল ভূখণ্ডে আঘাত হানে টাইফুন স্টর্ম ডকসুরি। এই টাইফুনের প্রভাবে চীনের এই অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে যা দেশটির ১৪০ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ভঙ্গ করেছে। স্থানীয় সময় শনিবার দুপুরের মধ্যে বাওডিংয়ের এক কোটি ১৫ লাখ বাসিন্দার মধ্যে ছয় লাখেরও বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার সাথে সংশ্লিষ্ট ভূমিধসের মতো ‘ভূতাত্ত্বিক ঝুঁকির কারণে বেইজিংয়ে লাল সতর্কতা বহাল রয়েছে। চীনকে সম্প্রতি চরম আবহাওয়া মোকাবিলা করতে হচ্ছে। এই চরম আবহাওয়ার মধ্যে রেকর্ড তাপপ্রবাহ থেকে শুরু করে প্রবল বন্যা রয়েছে।