আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// চেয়ারম্যান হিসেবে দুদকে যোগ দিলেন মঈনউদ্দীন আবদুল্লাহ

চেয়ারম্যান হিসেবে দুদকে যোগ দিলেন মঈনউদ্দীন আবদুল্লাহ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২১ , ১১:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :   দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এ এফ এম আমিনুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন মঈনউদ্দীন আবদুল্লাহ এবং মো. জহুরুল হক।  বুধবার (১০ মার্চ) সকালে তারা দুদকে যোগদান করেন। এ সময় তাদের স্বাগত জানান কমিশনের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।  আইন অনুযায়ী, তিনজন কমিশনারের সমন্বয়ে দুদক গঠিত হয়। কমিশনারদের মেয়াদ থাকে পাঁচ বছর। তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। সে মেয়াদকাল শেষ হওয়ায় মঙ্গলবার দুদক চেয়ারম্যান ও কমিশনার-তদন্ত’য়ের পদ শূন্য হয়।

দুর্নীতি দমন কমিশনের দুই সদস্যের মেয়াদ ফুরিয়ে আসায় মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৮ জানুয়ারি পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সেসব শূন্য আসনে বাছাই কমিটির সুপারিশে দায়িত্ব পেলেন কৃষিমন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের-বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হক।

এছাড়া কমিশনের অপর সদস্য সাবেক জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খানের মেয়াদ ২০২৩ সালের জুলাই পর্যন্ত থাকায় তিনি মেয়াদকাল পূর্ণ হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকছেন।