আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২১ , ১২:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


তাহিরপুর ও ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। রোববার উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার আগিজাল গ্রামে জমি ও গ্রাম্য আধিপত্য বিস্তার কেন্দ্র করে একই গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে সফিকুল ইসলাম ও নুরুল হকের ছেলে বদরুল হকের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। রোববার জমিসংক্রান্ত বিষয় নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হন। আহতদের মধ্যে মনফর আলী, তারেক আহমদ, রাবু বেগম, ফারুক আহমদ, আশিকুর রহমান, কলিম উদ্দিন, আলতাব আলী, আব্দুন নুর, আনোয়ার হোসেন, আব্দুল জলিল, মাসুক আলী, গয়াছ মিয়াসহ ১২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্য আহতরা উপজেলার কৈতক হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রোববার রাতে ছাতক থানার ওসি নাজিম উদ্দিন যুগান্তরকে জানান, সংঘর্ষে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।