আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘জওয়ান’-এ শাহরুখের মা দীপিকা?

‘জওয়ান’-এ শাহরুখের মা দীপিকা?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৩ , ৫:১৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (১০ জুলাই) মুক্তি পায় বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ ভিডিও। ২ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওতে শাহরুখকে দেখা গেছে একাধিক রূপে। কেরিয়ারের প্রথম একই সিনেমায় শাহরুখের এতগুলো লুক প্রকাশিত হয়েছে। ‘বহুরূপী’ শাহরুখকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। দেখা গিয়েছে বিজয় সেতুপতিকেও। সিনেমাটির অন্যতম আকর্ষণীয় দিক একঝাঁক অভিনেত্রী। প্রিভিউতে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন, নয়নতারা, প্রিয়ামণি এবং সান্যা মালহোত্রার। ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে ধরা দিয়েছেন নয়নতারা। তবে আসল চমকটা দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ ভিডিও দেখে অনেকেরই অনুমান ছবিতে দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। তবে শুধু মা-ই নন, ছবিতে শাহরুখ যেহেতু বাবা ও ছেলে দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন সেক্ষেত্রে দীপিকাকে কখনও শাহরুখের স্ত্রী এবং মা দুই ভূমিকাতেই দেখা যেতে পারে। এক নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘ছবিটি সিস্টেমের উপর প্রতিশোধ নেওয়ার গল্প মনে হচ্ছে। যেখানে টাক মাথার শাহরুখ মেয়েদের একটি দল নিয়ে ট্রেন হাইজ্যাক করেন। তিনি সরকারের ব্যর্থতার কারণে স্ত্রীর (দীপিকা)র অন্যায় মৃত্যুর প্রতিশোধ নিচ্ছেন। ছেলে ও বাবার দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। মুখোশে একজনকে বাবার মতো এবং পুলিশের বেশে তাকে ছেলের মতো দেখাচ্ছে। নয়নতারা এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। সম্ভবত তিনি জুনিয়র শাহরুখের বিপরীতে থাকবেন।’

আরেকজন লিখেছেন, ‘বৃদ্ধ এসআরকে এবং দীপিকা কোনো উপজাতীর নাগরিক হতে পারেন। তাদের একই গুরু থাকতে পারে, যেখান থেকে তারা যুদ্ধের দক্ষতা অর্জন করেছেন। কোনোভাবে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সরকার জমি দখলের চেষ্টা করে, তখন তারা এর বিরুদ্ধে বিদ্রোহ করে। শাহরুখ সম্ভবত মারা যায় এবং দীপিকাকে বন্দী করে জেলে পাঠানো হয়। যুবক শাহরুখ জেলে জন্মগ্রহণ করে কোনোভাবে জেল ছেড়ে বের হওয়ার সবুজ সংকেত পায়।’ তবে এসব গল্পই উঠে এসেছে নেটিজেনদের কমেন্টে। বাকিটা অ্যাটলির ‘জওয়ান’ মুক্তির পর জানা যাবে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশে তামিল, তেলেগু এবং হিন্দিতে মুক্তি পাবে এই সিনেমা।