জনগণের কল্যাণ করাই আমার লক্ষ্য : প্রধানমন্ত্রী
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৯, ২০২৩ , ৩:০৪ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : যখন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় বসে তখন কীভাবে দেশের উন্নয়ন হয়? বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় স্বয়ংক্রিয় মোটর যান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ জেলার কেউট খালি ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন ও সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা হয়। দেশের মানুষকে উন্নত জীবন দেওয়াই ছিল জাতির পিতার লক্ষ্য: প্রধানমন্ত্রীদেশের মানুষকে উন্নত জীবন দেওয়াই ছিল জাতির পিতার লক্ষ্য: প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার রাজনৈতিক পট পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জাতীয় জীবন থেকে ২১ বছর চলে গেছে। এই ২১ বছরে দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। তারপর ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই আমরা দেশের মানুষের জন্য কাজ করেছি। ১৬৪ সেতু-ওভারপাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী১৬৪ সেতু-ওভারপাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা প্রতিদিন আন্দোলন করছে। তারা নাকি আমাদেরকে হটিয়ে দেবে। ঠিক আছে তারা আন্দোলন করতে থাকুক। আমার তো জনগণ আছে। জনগণের কল্যাণ করাই আমার লক্ষ্য। অগ্নি সন্ত্রাসের বিষয়ে শেখ হাসিনা বলেন, এখন যারা আন্দোলন করছে, তারা যা করছে করুক। কিন্তু কেউ যদি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি বলে দিয়েছি, মানুষের যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’ এ সময় বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান করেন প্রধানমন্ত্রী। নির্যাতিতের পক্ষে যারা কথা বলেন না তারাই সরকারের পদত্যাগ চান’ যারা নির্যাতনের শিকার তাদের পক্ষে যারা কথা বলেন না, তারা আবার সরকারের পদত্যাগের দাবি জানায়।