আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জন্মাষ্টমীর গান ‘কৃষ্ণ প্রেম’

জন্মাষ্টমীর গান ‘কৃষ্ণ প্রেম’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৯, ২০২১ , ১:২৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচ চট্টগ্রামের শিল্পী শান্তা ভৌমিক কণ্ঠে তুলে দিয়েছেন ‘কৃষ্ণ প্রেম’ শিরোনামের নতুন গান। ৩০ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মদিন তথা জন্মাষ্টমী উপলক্ষে ‘কৃষ্ণ প্রেম’ গানটি প্রকাশ করা হয়। ‘আইচ সং’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানের সুর করেছেন শান্তা ভৌমিক। সংগীত পরিচালনা করেছেন আলা উদ্দিন আলো। এর গ্রাফিক্স মোশন ভিডিও নির্মাণ করেন এন এইচ বাবু ঢালী। এ প্রসঙ্গে অনুরূপ আইচ জানান, আমার অনেক দিনের ইচ্ছে ছিলো জন্মাষ্টমীতে একটা গান প্রকাশের। সেই উদ্দেশ্যে ‘কৃষ্ণ প্রেম’ গানটি নির্মাণ করেছি তিন মাস সময় নিয়ে। শান্তা অনেক পরিশ্রম করেছেন এই গানের জন্য।

আশা করছি, শ্রীকৃষ্ণ ভক্তদের মাঝে ‘কৃষ্ণ প্রেম’ গানটি সাড়া ফেলবে। অন্যদিকে ‘কৃষ্ণ প্রেম’ গানের গায়িকা শান্তা বলেন, এ প্রজন্মের আমরা যারা গানের সাথে যুক্ত তাদের জন্য অনুরূপ আইচের গান গাইতে পারাটাও অনেক সৌভাগ্যের ব্যাপার। তাই উনার কাছে কৃতজ্ঞতা জানাই, এত সুন্দর একটি গান গাওয়ার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি তিনি এই গান আমাকে দিয়ে সুর করিয়েছেন। উল্লেখ্য, এর আগেও শ্রীকৃষ্ণকে নিয়ে গান লিখেছিলেন দেশবরেণ্য গীতিকার ও লেখক অনুরূপ আইচ। রাধে শিরোনামের গানটি সুমী মীর্জার কণ্ঠে নন্দিত হয়েছে।