জবাবটা ভালোই দিচ্ছে লঙ্কান ওপেনাররা
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২১ , ৩:০৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : ক্যান্ডির পাল্লেকেলেতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। তবে এর জবাবটা ভালোই দিচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কার ওপেনাররা। কোনো উইকেট না হারিয়েই দলীয় রান ১০০ ছাড়িয়েছে লঙ্কানদের।
প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ১০১ রান। লাহিরু থিরিমান্নে ৫৮ ও অধিনায়ক দিমুথ করুনারত্নে ৩০ রানে ব্যাট করছেন। পাঁচ বোলার ব্যবহার করেও কোনো সাফল্য পাননি মুমিনুল।
এর আগে ৭ উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাট করে অর্ধশত তুলে নেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস। লিটন ৫০ রান করে আউট হয়ে গেলেও ৬৮ রানে অপরাজিত থাকেন মুশফিক।