জাতি গঠনের মহান দায়িত্ব শিক্ষকদের
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৬:২২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দেশের বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার শিক্ষকদের মানমর্যাদা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জাতি গঠনের মহান দায়িত্ব শিক্ষকদেরই পালন করতে হবে।’
মঙ্গলবার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গত ০১ জুন ২০১৬ সারা দেশে ২২০টি কেন্দ্রে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ১২৩ সদস্যের নির্বাহী কমিটি ২ বছরের জন্য নির্বাচিত হয়।
শিক্ষামন্ত্রী নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীন সফলতা কামনা করে বলেন, ‘সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার শিক্ষকদের উন্নয়নকে সব সময় গুরুত্ব দিয়ে থাকে। গত বছর নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষকদের স্বার্থরক্ষায় ব্যবস্থা নেয়া হয়।’
তিনি বলেন, ‘উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যবই, টিউশন ফি মওকুফ, শ্রেণিকক্ষে পাঠদান আকর্ষণীয় করাসহ বিভিন্ন শিক্ষামুখি কর্মসূচির ফলে নানা পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে আমাদের অবকাঠামোসহ সমস্যা দেখা দিচ্ছে।’
তবে শিক্ষকগণ নিবেদিত হয়ে দায়িত্ব পালন করলে এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ এবং অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস উপস্থিত ছিলেন।