আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// জাতিসংঘে ভোটদানে বিরত ছিল বাংলাদেশসহ ৩৫ দেশ

জাতিসংঘে ভোটদানে বিরত ছিল বাংলাদেশসহ ৩৫ দেশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২২ , ৫:১৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। ইউক্রেন ইস্যুতে দুইদিন টানা বিতর্কের পর এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। খবর বিবিসির। জাতিসংঘের সদস্য ১৯৩টি রাষ্ট্রের মধ্যে ১৪১টি রাষ্ট্র নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এ ছাড়া বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ এবং ভোট দেয়া থেকে বিরত ছিল ৩৫টি দেশ।

যেসব দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, চীন, ভিয়েতনাম, ইরাক, ইরান, কিউবা ও দক্ষিণ আফ্রিকা। এ প্রস্তাবের বিপক্ষে যে পাঁচটি দেশ ভোট দিয়েছে তারা হলো- বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, ইরিত্রিয়া ও রাশিয়া।

এ প্রস্তাবের মাধ্যমে ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানানো হয়েছে এবং সেখান থেকে সেনা সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে। যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে, কিংবা ভোট দেয়া থেকে বিরত ছিল, তাদের সবার সাথে রাশিয়ার ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড ভোটাভুটির আগে বলেন, ‘জাতিসংঘের যে কোন সদস্য রাষ্ট্রের এবং আপনার দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতায় যদি আপনি বিশ্বাস করেন, তাহলে প্রস্তাবের পক্ষে ভোট দিন।’

যদিও সাধারণ পরিষদের পাশ হওয়া এই প্রস্তাব মেনে চলার ক্ষেত্রে কোন আইনগত বাধ্যবাধকতা নেই। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়ার সেনারা শুধু দখল করতে আসেনি। এটা এক ধরনের গণহত্যা। ২৪শে ফেব্রুয়ারি থেকে রাশিয়া পুরোদমে হামলা শুরু করেছে ইউক্রেনে। মস্কো দাবি করছে, জাতিসংঘ সনদের ৫১ ধারা অনুযায়ী আত্মরক্ষার জন্য অভিযান পরিচালনা করছে রাশিয়ার সেনারা।