জাতীয় দাবায় শীর্ষে রয়েছেন মনন
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৪ , ৬:২৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : সাইফ পাওয়ারটেক জাতীয় দাবায় মঙ্গলবার অনুষ্ঠিত নবম রাউন্ডে ফিদে মাস্টার মনন রেজা নীড় আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জনে একটি নর্ম অর্জন করেছেন। এটি তার দ্বিতীয় আন্তর্জাতিক মাস্টারের নর্ম। গত এপ্রিলে ব্যাংককে অনুষ্ঠিত ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন দাবায় মনন রেজা নীড় প্রথম আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছিলেন। আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জনের জন্য মননের আরও একটি নর্ম দরকার। গতকাল জাতীয় দাবার ১০ম রাউন্ডে মনন রেজা ১০ খেলায় ৮ পয়েন্ট নিয়ে তালিকায় এককভাবে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে আনসারের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাত পয়েন্ট নিয়ে আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান তৃতীয় স্থানে রয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে আনসারের গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব চতুর্থ স্থানে ও একই দলের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। দশম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় বরিশালের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে হারিয়েছেন। মনন কালো ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীর বিরুদ্ধে বেনোনি ডিফেন্স পদ্ধতিতে খেলে ৫৭ চালে জয়ী হন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ড্র করেছেন আরেক গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার বিপক্ষে। নিয়াজ কালো ঘুঁটি নিয়ে তাহসিন তাজওয়ার জিয়ার ক্যাটালান ওপেনিং পদ্ধতি খেলে ৪৬ চালের মাথায় ড্র করেন। আজ বিকাল ৩টায় ১১তম রাউন্ড শুরু হবে।