আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব জাপান সাগরে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

জাপান সাগরে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২২ , ২:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক : কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ শনিবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। তাছাড়া ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা হয়েছে বলেও নিশ্চিত করে। জাপানের কোস্ট গার্ড জানায়, ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে নিক্ষেপ করা হয়েছে, এটি পূর্ব সাগর নামেও পরিচিত। এ নিয়ে চলতি বছরের পাঁচ মাসে ১৫ বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি। গত সপ্তাহেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক শক্তিকে ‘যতটা সম্ভব দ্রুততম গতিতে’ আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এর মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনা ঘটলো। আগামী ১০ মে দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ক্ষমতা গ্রহণ করবেন। নতুন এই প্রেসিডেন্টের দায়িত্বে আসার মাত্র কয়েকদিন আগে কিম জং উনের এই শক্তি প্রদর্শন দক্ষিণ কোরিয়ার ওপর অনেকটাই চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোসহ যুক্তরাষ্ট্রের ওপরও কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো যখন পরমাণু কর্মসূচির বিরোধিতা করে উত্তর কোরিয়ার ওপর দফায় দফায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে তখন তার বিপরীতে অবস্থান নিয়ে পিয়ংইয়ং সরকার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি জোরদার করেছে। তারই অংশ হিসেবে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি।