আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস জামালদের জন্য আরো দুটি ম্যাচ

জামালদের জন্য আরো দুটি ম্যাচ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৩ , ১১:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : জাতীয় ফুটবল দল আরো দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে সামনে। আগামী ফিফা উইণ্ডোতে ম্যাচ দুটি আয়োজনের কথা বলা হয়েছে। বাফুফে এরই মধ্যে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
সবাই সাড়া দিচ্ছে না। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে নির্ভর করছে ২৭ জুলাই এএফসিতে ড্রয়ের ওপর। তখন জানা যাবে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে কারা এশিয়ান কাপ ও ফিফা বিশ্বকাপ বাছাইয়ে খেলবে। আগামী ২০ আগস্ট জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের গ্রুপ পর্বের খেলা হবে থাইল্যান্ডে। সেখানে দলের কোচ হয়ে যাবেন মহিলা ফুটবল দলের কোচ মাহবুবুর রহমান লিটু। এশিয়ান গেমস ফুটবল দলে খেলতে পারছেন না শেখ মোরসালিন, জিকো ও তারিক কাজী। এই তিন ফুটবলারকে ছাড়বে না বসুন্ধরা কিংস। এশিয়ান চ্যাম্পিয়নশিপে তাদের খেলা আছে।
এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দল: গোলকিপার: মিতুল মার্মা, মেহেদি হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, আতিকুজ্জামান, রাজিব হোসেন, শাহীন আহমেদ। মিডফিল্ডার: আবু সাইদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, জামাল ভুঁইয়া।
ফরোয়ার্ড: রবিউল হাসান, ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, আহমেদ পিযুশ নোভা, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল।